রাজস্থলীতে টাস্কফোর্স কমিটির সভা

380

|| রাজস্থলী প্রতিনিধি ||

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে (১৫ জুলাই) বৃহস্পতিবার বেলা ১ টায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীনদের গৃহনির্মাণে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর দেয়া তৃতীয় কিস্তির বরাদ্দের এ ঘরের তালিকা প্রদানে চেয়ারম্যানদের তাগিদও দেয়া হয়। ঘর নির্মাণে কোন প্রকার অনিয়ম যেন না হয় তার প্রতি সজাগ থাকতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ওসি মফজল আহমদ খান, সাংবাদিক আজগর আলী খান, ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমাসহ কমিটির সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প যাচাই বাছাই করে বরাদ্ধ প্রদান করা হবে। যদি কোন অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বলেন।