শারীরিক প্রতিবন্ধী তানিয়ার পাশে পুলিশ কর্মকর্তা জহির

522

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা শহরের চম্পকনগর এলাকার বাসিন্দা তানিয়া, বয়স ২১ বছর, বাবা নেই, পরিবারে মা জাহানারা ছাড়া আর কেউ নেই। এই বয়সে সুস্থ থাকলে হয়তো স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকতো সে।

তানিয়া জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। যে বেডে সে আছে সেই বেডেই তার বেড়ে ওঠা। ২১ বছর ধরে প্রতিনিয়ত মা জাহানারা তার সেবা-যত্ন করে যাচ্ছে। সরকারীভাবে তানিয়া ছয় মাসে ৪৫০০/- টাকা প্রতিবন্ধী ভাতা পায় যা তার জন্য অপ্রতুল।

এবিষয়ে এসআই জহির জানান, গত কয়েকদিন পূর্বে এই শারীরিক প্রতিবন্ধী তানিয়া ও তার পরিবারকে কিছু ত্রাণ দিয়ে সহযোগীতা করে ছিলাম। সহযোগীতার ভিডিওটা দেখে প্রবাসী রাশেদ ও মামুন তানিয়ার পরিবারের জন্যে কিছু আর্থিক সহযোগিতা আমার কাছে পাঠায়।

যা আজ রবিবার (২৩ আগস্ট) তাদের দেওয়া অর্থ তানিয়ার হাতে তুলে দিলাম। এই অসহায় মানুষদের মুখে হাঁসি ফোটাতে পারাই এক অন্য রকম অনুভূতি। ভালো থাকুক এই মানুষ গুলো।