লংগদু প্রতিনিধি , ২২ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লংগদু উপজেলা সেনা জোনের উদ্যোগে শনিবার এক আলোচনা সভা ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। জোনের চিত্ত বিনোদন কক্ষে আয়োজিত প্রীতি ভোজে প্রধান অতিথি ছিলেন লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাহাবুর রহমান পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতার যুদ্ধের সময় এদেশের সেনা সদস্যরা পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ার কারণে পাক সেনারা তাদের প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে স্যারেন্ডার করতে বাধ্য হয়। যুদ্ধে যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন সেই সকল বীরদেরকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্বরণ করছি। তিনি বলেন, সকল মুক্তি যোদ্ধারা এদেশের সূর্য সন্তান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আযম, মেজর নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাচির উদ্দিন সহ জোনের বিভিন্ন সেনা অফিসার, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউ,পি চেয়ারম্যানগন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান