সাজেকের শীতার্তদের পাশে দীপংকর তালুকদার

528

p....3

বাঘাইছড়ি প্রতিনিধি, ১৫ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : দুর্গম সাজেকের শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। গতকাল সাজেক ভ্যালীর রুইলুই এলাকায় শীতার্ত দুই শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দেন। দুর্গম এলাকার শীতার্ত পাহাড়ী জনগোষ্ঠীর কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে তিনি শীতার্ত মানুষের মাঝে এ সকল শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

কম্বল বিতরণকালে মৌজা হেডম্যান লাংথেংগা পাংখোয়া, সাজেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরণ কালে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু পার্বত্য অঞ্চলের কিছু আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের কারণে সরকারের উন্নয়ন কাজ জনগনের দৌগোড়ায় পৌছাতে কষ্ট পেতে হচ্ছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের এ সকল আঞ্চলিক দল গুলোকে বয়কট করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আঞ্চলিক দল গুলোর বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ ভাবে দাঁড়ানো না যায় তাহলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তিনি আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কাজ করতে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহবান জানান।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান