স্বর্ণটিলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি আটক

389

p....4-1

স্টাফ রিপোর্টার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : ক্রেতাবেশি পুলিশের সোর্সের কাছে বিক্রি করতে আসা দুই ইয়াবা ব্যবসায়িকে ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করে পুলিশ। রোববার রাতে শহরের স্বর্ণটিলা এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ হানিফ(২৪) ও সোহেল (১৯), নামের এই দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ও তার সঙ্গীয় সহকর্মীরা। আটককৃতদের মধ্যে হানিফের বাড়ি স্বর্নটিলা এলাকায় হলেও অপরজন সোহেলের বাড়ি শহরের নদীর ওপারে ইসলামপুর এলাকায়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, স্বর্ণটিলা এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে। এর পরপরই আমি আমার সঙ্গীয় সহকর্মীদের নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রিরত অবস্থায় হাতেনাতে উক্ত দুই যুবককে গ্রেফতার করি। এসময় তাদের দেহ তল্লাসী করে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। পরে তাদের উভয়কে গ্রেফতার করে থানা নিয়ে আসি। আটকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানা এসআই ওমর ফারুক বাদি হয়ে উল্লেখিত আসামীগণ পরস্পর যোগসাজশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়া ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) এর টেবিল ৯(ক) ধারার অপরাধ করেছে উল্লেখ করে আসামীদের বিরুদ্ধে মামলা  রুজু করা হয়েছে।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান