দুস্থ ও এতিমদের মাঝে যুবলীগ নেতার খাবার বিতরণ

486

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু মুছা’র ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র আশুরা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ উপলক্ষ্যে ৮’শ দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে উক্ত খাবার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম।

এসময় উক্ত আয়োজনের উদ্যোক্তা ও সদর থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু মুছার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব আবু মুছার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি পবিত্র আশুরা’র ইতিহাস ও মহত্ব সকলের সামনে তুলে ধরেন ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোকপাত করেন।

আয়োজনের উদ্যোক্তা ও সদর থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু মুছা বলেন, আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিলো এতিম ও সমাজের দুস্থ শ্রেণির মানুষদের এক বেলা খাওয়াবো। তাই আজ যারা তার আয়োজনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান।