গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে শিশু একাডেমির প্রতিযোগিতা

140

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ দিবস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৪ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাংকন, দেশাত্ববোধক সংগীত ও রচনা প্রতিযোগিতা।

প্রতিযোগিতার নিয়মাবলী নি¤œরূপঃ ১। চিত্রাংকন প্রতিযোগিতাঃ ‘ক’ বিভাগঃ নার্সারী হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র-ছাত্রী, বিষয়ঃ ইচ্ছামত। ‘খ’ বিভাগঃ ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিষয়ঃ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। ‘গ’ বিভাগঃ ৭ম হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র-ছাত্রী, বিষয়ঃ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ।

চিত্রাংকন প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহন করতে পারবে।
দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতাঃ ‘ক’ বিভাগঃ ২য় হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র-ছাত্রী। ‘খ’ বিভাগঃ ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র-ছাত্রী। ‘‘গ’’ বিভাগঃ ৭ম হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র-ছাত্রী। ৩। রচনা প্রতিযোগিতাঃ ‘ক’ বিভাগঃ ৪র্থ হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ। ‘খ’ বিভাগঃ ৭ম হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ ঐ।

বিঃদ্রঃ চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ একাডেমি থেকে সরবরাহ করা হবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সংগে আনতে হবে।