স্টাফ রিপোর্ট, ঢাকা ব্যুরো অফিস- ৪ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: আগামী ২০,২১ ও ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০১৭। বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (বিআইসিসি) মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়নসহ প্রায় ২০০টি স্টল থাকবে। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টোয়াবের আয়োজনে তিন দিনব্যাপী এই মেলায় ভুটান, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, পশ্চিমবঙ্গ, ফিলিপাইন, আসাম, তুরষ্ক, মিশর, কাশ্মির, মালদ্বীপ, শ্রীলঙ্কা, উড়িষ্যাসহ অন্যান্য দেশের জাতীয় পর্যটন সংস্থা অংশ নেবে। এছাড়া দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্র্যাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আখতারুজ জামান খান কবির, আয়োজকদের পেক্ষে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব), অ্যাসোসিয়েশন অব কাশ্মির ট্যুর অপারেটরসের (একটো) চেয়ারম্যান নাজির মীর, ভ্রমণবিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটরের সম্পাদক মো. ওয়াহিদুল আলম বক্তব্য দেন।
পোস্ট করেন শামীমুল আহান।