জুরাছড়িতে সর্প দংশন ও বজ্রপাতে করণীয় বিষয়ে কর্মশালা

805

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সর্প-দংশনের পর চিকিৎসা ও  বজ্রপাতে করনীয় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জুরাছড়ি সেনা জোনের কর্মকর্তারা এ  প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে প্রধান অথিতি ছিলেন, জুরাছড়ি  জোন কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো.মাহমুদ হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিপাশ খীসা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।

জোন কমান্ডার বলেন, প্রতি বছর সর্প দংশন এবং বজ্রপাতে অনেক লোকের অকাল প্রাণহানী ঘটে। তাই সর্প দংশন প্রতিরোধ,করণীয় এবং বজ্রপাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে অনেকাংশ অকাল প্রাণহানী থেকে রক্ষা পাওয়া যাবে বলে মন্তব্য করেন এবং এ প্রশিক্ষণ অন্যতম ভূমিকা রাখবে বলে তিনি জানান। প্রশিক্ষণ পরিচালনা করেন,ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম (মেডিক্যাল অফিসার) এবং লে. এস.এম.সাদনান সৌমিক।