রাঙামাটিতে জেএসএস-এমএলপি বন্ধুকযুদ্ধে জেএসএস’র কমান্ডার নিহত

342

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এবং মগ লিবারেশন পার্টির স্বশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুকযুদ্ধে জেএসএস দলের সামরিক কমান্ডার লেফটেন্যান্ট সুজন চাকমা (৩০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শনিবার (২৫জুন) দুপুরে ঘটনার সত্যতা তথ্য নিশ্চিত করেছেন- রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালেহ ।

স্থানীয় সুত্রে জানা গেছে- শুক্রবার রাতে রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নের ওগারি পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিজেএসএস এবং এমএলপি দলের স্বশস্ত্র দলের সদস্যরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিসিজেএসএস’র স্বশস্ত্র সদস্য লে. সুজন চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যান। গোলাগুলির কারণে স্থানীয়রা রাতে বের না হলেও সকালে উঠে জলপাই রঙের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর পাঠায়।

তবে স্থানীয়রা নিশ্চিত করেছেন- গুলিতে মরে যাওয়া ব্যক্তি পিসিজেএসএস’র স্বশস্ত্র সদস্য লে. সুজন চাকমা।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মরদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহটির গায়ে জলপাই রংয়ের পোশাক ছিলো, ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। পুরো এলাকায় আইস শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।