রেশন বাঁচিয়ে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

323

|| বিলাইছড়ি প্রতিনিধি ||

রাঙামাটি রিজিয়ন এর আয়োজনে এবং ৬ বীর, বিলাইছড়ি জোন এর ব্যবস্থাপনায় নিজেদের রেশন বাঁচিয়ে বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১নং বিলাইছড়ি ইউনিয়নের বিলাইছড়ি ঢেবার মাথা, বিলাইছড়ি মোন ও বিলাইছড়ি বাজার এর মোট ৩০ পরিবারকে মঙ্গলবার (১৩ জুলাই) এই বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি এর নেতৃত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনাজোনের ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম ও বিলাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় নিজেদের রেশন থেকে বাঁচিয়ে সারাদেশে এই বিশেষ মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল পরিবার প্রতি চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তৈল ১ লিটার, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ৫০০ গ্রাম ও লবণ ৫০০ গ্রাম।