॥স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির আইন শ্খৃলা বাহিনী ও সরকারি দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শুক্রবার (০২মে) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই রুদ্ধদ্বার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকল পর্যায়ের কর্মকর্তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে বসবাসরত জনমানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছি। তিনি বলেন সবার আগে দেশ প্রেম আমরা যেখানে যে দায়িত্ব পালন করিনা কেন দেশের স্বার্থকে সর্বাধিক প্রধান্য দিতে হবে।
কাজ করতে গিয়ে মানুষের ভূল হয় এখন সময় নিজেদের সংশোধন করার উল্লেখ করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর পুলিশের মাঝে এক ধরণের দ্বীধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে এক ধরণের নিস্ক্রীতা দেখা দিিেছল। সেটা কাটিয়ে পুলিশ এখন সক্রিয় হতে শুরু করেছে আমরা আশাকরি সহসাই সবকিছু স্বাভাকি হবে।
মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে সাংবাদিকদের করা অপর এক প্রশ্নে উত্তরে সচিব বলেন, যে কোনো কাজেই চ্যালেঞ্জ থাকবে, হুমকি থাকবে, তবে মিয়ানমার সীমান্তে এখন পর্যন্ত যা ঘটেছে আমরা এটা হুমকি মনে করছি না। বিভিন্ন রকমের সমস্যা আসবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। সমস্যা যেভাবে আসবে আমরা সেইভাবেই তা মোকাবিলা করবো। ছোট জিনিস বড় হতে পারে আবার বড় জিনিস ছোট হতে পারে, সব কিছু নিয়েই সতর্ক থাকা আমাদের কর্তব্য।
সচিব বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সন্তুষ্টি আত্মসন্তুষ্টি কোন সুযোগ নাই, আমাদের অনবরত চেষ্টা করে যেতে হবে। বিপ্লবে এতগুলো বাচ্চা জীবন দিয়েছে, প্রতিনিয়ত এটা আমাদেরকে পীড়া দেয়। এই জীবনগুলোর কথা মাথায় রেখে আমাদের সফল হতেই হবে।
‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা সভা শিরোনামের এ সভায় রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উলাহর (মারুফ) সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটি সেক্টর কমান্ডার লে. কর্ণেল ইফতেখার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার (নৌবাহিনী) মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জেলা পর্যায়ে সকল গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।
এর আগে শুক্রবার সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
নানিয়ারচর উপজেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে এই শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন ও মো. ইকবাল হোসাইন এবং নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাঁরা শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।




























