শিক্ষক নিয়োগের উপর হাইকোর্টের স্থগিতাদেশ

655

॥ খাগড়াছড়ি প্রতিনিধি॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের আওতাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর ৩ মাসের জন্য স্থগিতাদেশ জারী করেছে হাইকোর্ট। রোববার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো: সাইফুর রহমান।

স্থগিতাদেশে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে গত ১৯ সেপ্টেম্বর ২০১৭ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালীন নিয়োগ প্রক্রিয়া চলাকালে পলাশ চৌধুরী ও মো: আবুল কালাম আজাদ উক্ত নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করে।

যার নং ১৩৩৬২/২০১৭। হাইকোর্ট ব্যাঞ্চের বিচারপতি এস.এম ইমদাদদুল হক ও ভীষ্ণু দেব চক্রবর্তী এর আদালত শুনাণী শেষে উক্ত নিয়োগ কার্যক্রমের উপর তিন মাসের স্থগিতাদেশ জারী করেন। আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মো: সাইফুর রহমান।