জুরাছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

200

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলের দরীদ্র জনগোষ্ঠীর মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন। গত বুধবার (৬ সেপ্টেম্বর) ৩ নং মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি এলাকায়এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে সেনা জওয়ানরা।

সেবা ক্যাম্পে ৬২ জন রোগীকে বিনামূলে চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের মেডিকেল অফিসার ডাঃ শিমুল। সেনাবাহিনীর এসব সু- চিকিৎসা পেয়ে খুশী অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।

এ এলাকার মানুষের জন্য যেমন নেই কোনো চিতিৎসা সুবিধা, তেমনি নেই পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র। রয়েছে ডাক্তারের সল্পতা, দুঃস্থ অসহায় ব্যক্তিরা প্রায়ই বিভিন্ন ধরণের রোগে পীড়িত থাকেন বলে জানিয়েছে স্থানীয়রা। এর প্রেক্ষিতে তাদের এই দুরূহ অবস্থায় পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন রাঙামাটি পার্বত্য জেলা কর্তৃক রেস্টহার্ট আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় ফকিরাছড়ি স্কুল মাঠের এই ক্যাম্পের জন্য তারা অত্যন্তত সন্তোষ প্রকাশ করেন।