বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় স্বশ¯্র হামলার নিন্দা জানিয়েছে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ এ থেকে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিগত ২১ শে জুন ২০২২ রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাইজাম ত্রিপুরা পাড়ায় একটি সন্ত্রাসী দল অতর্কিত আক্রমন করে নিরীহ ৩জন ত্রিপুরাকে নৃসংশভাবে হত্যা ও দুই শিশুকে গুলিবিদ্ধ করে আহত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি।
এও জানা যায় যে, আহত গুলিবিদ্ধ ২ জন শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং উক্ত পাড়ার গ্রামবাসীরা নিরাশ্রয় হয়ে বিভিন্ন জায়গায় ভয়ভীতি নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, রাঙামাটি জেলার পক্ষ থেকে সন্ত্রাসী দল কর্তৃক নিরীহ গ্রামবাসীকে হত্যা এবং আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির পাশাপাশি নিহত ও আইন পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ আর্থিক সহায়তার মাধ্যমে চিকিৎসাধীন ২জন শিশুর চিকিৎসা ব্যয় বহন করার জন্য সদাশয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি । প্রেস বিজ্ঞপ্তি