॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটির রাজস্থলী উপজেলায় শীতার্থ পরিবারের মাঝে কম্বরল বিতরণ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে কাপ্তাই ৫আরই ব্যাটালিয়নের সেনা সদস্যরা উপজেলার দু’শো পরবিারের মাঝে এ কম্বল বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই জোনের আরএমও ক্যাপ্টেন ডাঃ রেজোয়ান ইসলাম রাব্বি, রাজস্থলী সাব জোন কমান্ডার ওয়ারেন্ট অফিসার তমজিদ ফেরদৌস, সার্জেন্ট মৃধা শরিফ, স্থানীয় সংবাদকর্মীরা।
কম্বল পেয়ে বলিপাড়া এলাকা দ্রুংমা ত্রিপুরা বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষের গরম কাপড় নেই। সেনাবাহিনী কম্বল বিতরণ করে অনেক উপকার করেছে। সেনাবাহিনীর ভালো কাজের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব।