শোক দিবস ঘিরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া

170

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ উদ্দীন।

এর আগে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও অতিথিরা পুরাতন বাস স্টেশন থেকে শোক র‌্যালি শুরু করে আওয়ামীলীগের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক শামসুল আলম, মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া, সাবেক যুবনেতা মুজিবুর রহমান দীপু, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তোষণ চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধীর দাশ।

এসময় বক্তারা বলেন- স্বাধীনতার পরাজিত শক্তিরাই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা দেশের উন্নয়ন চায়নি কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে। স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো স্বরযন্ত্রে লিপ্ত। আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের পরাজিত করবো। বক্তারা, বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচারের দাবী জানান।

আলোচনা সভার পর জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- জেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী।