॥ স্টাফ রিপোর্টার ॥
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধব্বগতি, অসহনীয় লোডশেডিংসহ ১০দফা দাবি বাস্তবায়নে জন সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
শুক্রবার বিকাল ৪৩টয় দলীয় কার্যালয়ের সামনে আয়াজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান ও সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জাসাস সভাপতি মো. কামাল হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম (কবির), কৃষকদলের সভাপতি অলোকপ্রিয় চৌধুরী রিন্টু, তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিম, মৎস্যজীবি দলের সভাপতি আনোয়ার কবির বাচা, ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাশেম। সমাবেশে মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকার ষড়যন্ত্রমুলক মামলা করে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, অথচ এই সরকারের আমলে বিদেশে হাজার হাজার কোটি পাচার হয়েছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করছে। বক্তারা আরো বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, দেশে সুষ্ঠ ভোট করতে হলে নিরপেক্ষ সরকার দরকার। তারা আরো বলেন, আগামীতে ২০১৪ সন ও ২০১৮ সনের মত করে সরকারকে নির্বাচন করতে দেয়া হবে না। জনগনকে সাথে নিয়ে বিএনপি একদলীয় নির্বাচন প্রতিহত করবে।
সমাবেশে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেয়।