কাপ্তাই হ্রদের গেইট দিয়ে ১৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে

436

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

রাঙামাটিতে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আবার পানি ছেড়ে দিচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।

কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার  (১১ সেপ্টম্বর) বিকেলে থেকে  কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি স্পিলওয়ে এক ফুট করে খুলে দিয়ে  প্রতি সেকেন্ডে  বাড়তি ১৮হাজার কিউসেক পানি অপসারণ করা হচ্ছে।

কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে লেকে রুলকার্ভ অনুযায়ী পানির পরিমান বৃদ্ধি পেয়েছে। সোমবার (১১ সেপ্টম্বর) সকালে কাপ্তাই লেকে পানির পরিমান রয়েছে ১০৮.৭  ফুট মীনস সি লেভেল।  কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারন ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল।

প্রকৌশলী বলেন, কাপ্তাই লেকে ১০৯ ফুট মীনস সি লেভেল পানি ধারন ক্ষমতা থাকলেও ১০০ ফুট মীনস সি লেভেল পানি ধরে রাখলে রাঙামাটি বিশাল এলাকা প্লাবিত হয়। এজন্য কর্তৃপক্ষ হ্রদ থেকে পানি ছেড়ে দিচ্ছে। প্রকৌশলী জানান, বৃষ্টি না কমা পর্যন্ত গেইট দিয়ে পানি ছাড়া অব্যাহত থাকবে।