লংগদুতে পাঁচ শতাধিক ফলজ পেপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা

357

॥ লংগদু প্রতিনিধি ॥

রাঙামাটির লংগদু উপজেলায় প্রায় পাঁচ শতাধিক পেপে গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ৪ নম্বর বগাচতর ইউপির রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো.আমির হোসেন জানান,গত বছর নিজ জমিতে প্রায় ১০০ পেঁপে চারা রোপণ করেন তিনি। এতে তিনি প্রায় ২ থেকে ৩ লাখ টাকা লাভবান হন।

এবারও বর্গাকৃত প্রায় দুই একর জমিতে ১ হাজার পেঁপে চারা রোপণ করেন কৃষক আমির হোসেন। এতে তার অনেক টাকা ব্যয় হয়। এরই মধ্যে বেশ কিছু গাছে ফুল ও ফলন হয়েছে। কিন্তু রাতের আঁধারে কে বা কারা প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে নষ্ট করে দিয়েছে। এতেই তার প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনা স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলেন।

স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন,ঘটনাটি খুবই মর্মান্তিক। এমন জঘন্য কাজের নিন্দা জানাই। দুর্বৃত্তদের চিহ্নিত করার কাজ চলছে। লংগদু থানার ওসি মো.আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।