॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্য রাঙ্গামাটি জেলার ব্যপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২০ এর আওতায় সোমবার উপজেলা সভা কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষে ২০১০ সাল হতে চলমান ‘জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ এবং নির্মুল কমূসূচি’র আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন, সংশ্লিষ্ট প্রকল্পে দায়িত্বরত সানাউল হক।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত), বিলাইছড়ি, কেংড়াছড়ি, ফারুয়া ও বড়থলিসহ চার ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।