রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতি বিশু সম্পাদক সুমন

151

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল- রাঙামাটি জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে বিশু সাহাকে সভাপতি, মো. সুমন কে সাধারণ সম্পাদক ও কালা কুমার তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) জেলা কৃষকদলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টু ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি- বিশু সাহা, সিনিয়র সহ সভাপতি- মো. আবুল হাসেম, সহ সভাপতি- চাইশৈ মারমা, মো. মোশারফ হোসেন দুলাল, মো. আবু নাছের, মো. নুর মোহাম্মদ। সাধারণ সম্পাদক মো. সুমন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক অংথোয়াইচিং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক চেংথোয়াই খিয়াং, মো. আজগর আলী। সাংগঠনিক সম্পাদক কালা কুমার তঞ্চঙ্গ্যা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া, মংচহলা (মংহলা) মারমা, দপ্তর সম্পাদক মো. কাউছার, সহ-দপ্তর সম্পাদক হলাচিংউ মারমা, কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দীন, সহ-কোষাধ্যক্ষ মো. আবু ছৈয়দ, প্রচার সম্পাদক সাহেব আলী, সহ-প্রচার সম্পাদক ক্যসাচিং মারমা, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আকতার, সহ- মহিলা বিষয়ক সম্পাদক রোমেছা বেগম, যুব বিষয়ক সম্পাদক মো. কামাল ড্রাইভার, সহ- যুব বিষয়ক সম্পাদক মো. আসলাম, সমবায় ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন সানা, সহ- সমবায় ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদকমো. আনিছুর রহমান, নির্বাহী সদস্য- মংছা মারমা, ইউছুফ আলী, মো. নাছির উদ্দীন, সুমন মারমা, মো. নাজি উদ্দীন, নয়ন মজুমদার, মো. কাউছার, মো. লোকমান, মো. আবসার আলী, শুদু তংচংগ্যা, মো. সবুর, মো. ইব্রাহিম, মো. আকরাম ফকির, মো. আঃ রশিদ, মংহলাপ্রু মারমা, অংসিংনু মারমা, সুইচিংঅং মারমা, দুর্গামন তংচংগ্যা, মংচিংনু মারমা, বানাইক্যা তংচংগ্যা, সাচিংমং মারমা, অক্ষয় তংচংগ্যা, তপন তংচংগ্যা, আপাইমং মারমা, অংসিংথোয়াই মারমা।