আলীকদমে মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন

766

॥ আলীকদম  প্রতিনিধি ॥

মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭।

এ উপলক্ষে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা গেলাম মর্তূজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কল্লোল কুমার সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ আব্দুল মন্নান।

সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ব্যক্তি মালিকানাধিন ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছ চাষের সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও সম্ভাবনাময় জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় নিয়ে আসার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি মৎস্য খামার পরিদর্শন করা হয়।