ঢাকায় তিন দিনের বিশ্ব পর্বত দিবস মেলা

566

 

ছবি- শামীমুল আহসান
ছবি- শামীমুল আহসান

ঢাকা ব্যুরো অফিস, ১১ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বিশ^ পর্বত দিবসে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আজ ঢাকায় ‘পাহাড়ি পন্যের প্রসার’ শীর্ষক তিন দিনের মেলা ও সেমিনারের আয়োজন করেছে। ঢাকার বেলি রোডের মন্ত্রাণালয় কমপ্লেক্সে এ মেলার আয়োজন করা হয়। সকাল ৯টায় বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রনালয়ে মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন এমপি প্রধান অতিথি হয়ে মেলার উদ্ভোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান আর.এ,এম. ওবাইদুল মোকতাদির চৌধুরী এমপি, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশইশিং এমপি, মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা এনডিসি। মেলা উদ্ভোনের পর একটি বর্নাঠ্য র‌্যলি বের করা হয়। র‌্যালিটি বেলি রোড থেকে সিরডাব এসে শেষ হয়। সেখানে সিরডাব মিলনায়তনে পাহাড়ি পণ্যের প্রশার বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়।