বরকলে ২৫০ বোতল চোলাই মদ উদ্ধার

509

॥ বরকল প্রতিনিধি ॥

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বাজার ও তার আশপাশের এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০১মার্চ) দুপুরে সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা স্থানীয় যুবকদের নিয়ে ওই ইউনিয়নের বাজার এলাকা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব চোলাই মদ উদ্ধার করে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা (পরায়ন) জানান, দীর্ঘ দিন ধরে সুবলং বাজার ও তার আশে পাশের এলাকায় দেশীয় চোলাই মদের উৎপাদন ও বিকিকিনি বেড়েই চলেছে। এতে এলাকার শান্তি শৃঙ্খলা অবনতি হচ্ছে।

এছাড়া যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ব্যাপক হারে মাদকের নেশায় আসক্ত হচ্ছে। তাই ইউনিয়ন পরিষদ ও এলাকার মাদক বিরোধী যুবকদের নিয়ে এ অভিযান শুরু করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।