॥ মাসুদ পারভেজ নির্জন ॥
রাঙামাটি শহরের মানিকছড়ি থেকে ২,৮৬,৫০০ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মুন্সি আব্দুর রউফ গোল চত্তর এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক জাল নোট ব্যবসায়ীর নাম ফারুক হোসেন(৪৩)। সে মাগুরা জেলা সদরের দলটাবা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে নিজের পরিরচয় জানিয়েছে পুলিশকে।
ধারণা করা হচ্ছে কোরবানীর ঈদ সামনে রেখে পশু বাজারগুলোতে জাল টাকার ব্যবসায়ীরা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। ফারুক এই বিপুল পরিমাণ জাল টাকা দিয়ে হয়তো সহজ সরল গ্রাম্য কৃষকদের গরু কিনে তাকে বা তাদের পথে পথে বসিয়ে দিতো। এ খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর, এলাকার মানুষ জাল টাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে পরস্পর পরস্পরকে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির জানিয়েছেন, আটক ফারুককে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে মানিকছড়ি ফাঁড়ি পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।