রাঙামাটিতে মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

156

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এনএটিপি-২ এর আওতায় মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে রাঙ্গামাটিতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বোধিপুর শুকরছড়ি ব্লকে মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি তথ্য সার্ভিসের উপ পরিচালক প্রসেনজিৎ মিস্ত্রী, রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান,, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিতুল চন্দ্র পাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা, রবি চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে বোধিপুর গ্রামের প্রায় ২শতাধিক কৃষক অংশ গ্রহন করেন। এ প্রজেক্টের আওতায় মাঠ পর্যায়ের কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণসহ সার, কৃষি সরঞ্জামাদি দিয়ে সহায়তা করা হবে বলে জানিয়েছে রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।