॥ স্টাফ রিপোর্টার ॥
“সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার” প্রতিপাদ্যে রাঙামাটি শিশু একাডেমির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি ঘিরে শিশু একাডেমি মিলনায়তনে তবলা ও দেশের গান প্রতিযোগিতা, ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন, ১জন মেয়ে ও ছেলে শিশুর বক্তব্য, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা।
রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিরূপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। বিশেষ অতিথি ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক রূপনা চাকমা, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক বিনাপ্রভা চাকমা, বিশিষ্ট সংগীত শিক্ষক দিলীপ বাহাদুর রায়। আলোচনা সভার পর শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।