।। স্টাফ রিপোর্টার ।।
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার মরহুমা জয়নব বিবির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলার নেতৃবৃন্দ।
এক যৌথ শোকবার্তায় রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, সেক্রেটারি মো. মনছুরুল হক এবং ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাঙামাটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের শাশুড়ি ও রাঙামাটি পৌর জামায়াতের ২নং ওয়ার্ড সভানেত্রী আকলিমা আক্তারের মা জয়নব বিবি বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ৭টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক কর্মী মরহুম মো. সাদেক মাস্টারের স্ত্রী ছিলেন। মরহুমা দুই ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





























