বাস চালককে কারাদন্ডের প্রতিবাদে রাজস্থলীতে বাস ধর্মঘট

304

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

সড়ক দুর্ঘটনায় চলচিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিসুক মনিসহ ৫ জনের নিহতের ঘটনায় আদালতে সাজাপ্রাপ্ত বাস চালকের যাবৎজীবন কারাদন্ডের প্রতিবাদে রাজস্থলীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।

বাস ধর্মঘটের কারনে সকাল থেকে কোন বাস উপজেলা ছেড়ে যায়নি। আর কোন বাস অন্য উপজেলা বা জেলা থেকে রাজস্থলীতে প্রবেশ করতে পারেনি। এদিকে বাস ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগন।

অনেকেই বাসষ্টেশন থেকে ফিরে গিয়ে মাহিন্দ্র অথবা মোটর সাইকেল ও অটোরিক্সা বা পায়ে হেটে গন্তব্যে যেতে হচ্ছে। রাজস্থলী বাস টিকিট কাউন্টারের টিকিট ম্যান জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে ডাকা কর্মসুচী রাজস্থলীতে তারা পালন করছে।

কর্মসুচীর অংশ হিসেবে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার সব কটি সড়কে বাসচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলেও এটিকিট ম্যান জানান।

উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় নিহত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিসুকমনিরের পরিবারের মামলায় বাস চালক জামির হোসেন এর যাবৎ জীবন কারাদন্ডের আদালতে রায়ের প্রতিবাদে বুধবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।