সিলেটি পাড়ায় কিশোরী ধর্ষণঃ আসামী পলাতক

322

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের আওতাধীন সিলেটি পাড়ায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে পলাতক আছে উক্ত এলাকার বাসিন্দা মো. সায়েদ এর পুত্র মো. সোহেল (১৯)। এবিষয়ে ১৬ সেপ্টেম্বর ভিকটিম বাদি হয়ে রাঙামাটি কোতয়ালী থানায় অভিযোগ দেয়। তার অফভিযোগের ভিত্তিতে তদন্ত করে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে ৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ধর্ষণ করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে ।

এদিকে ভিকটিমের কাছ থেকে জানা যায় সোহেল তাকে দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দিয়ে আসছে কিন্তু ভিকটিম প্রতিবারই তাকে বারন করেছে। গত ১৬ সেপ্টম্বর সকালে ভিকটিম লাকড়ি কুঁড়ানোর জন্য তার বাড়ির পাশের পাহাড়ে নৌকায় করে যায় তখন তাকে একা পেয়ে সোহেল তার মুখে ওড়না পেচিয়ে নির্যাতন করে।

যখন তার জ্ঞান ফেরে তখন সে তার বাড়িতে ফিরে আসে এবং তার মায়ের কাছে সব খুলে বলে। এরপর কোতয়ালী থানায় আইনের আশ্রয় নেয়। ভিকটিম আরো জানায় আইনের আশ্রয় নেওয়ার পর সোহেলের আত্ময়ি স্বজনেরা বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দিচ্ছে।

উক্ত বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) খান নুরুল ইসলাম জানান, মামলার সকল কাগজপত্র কোর্টে প্রেরণ করা হয়েছে আর আসামী এখনও গ্রেফতার হয়নি।

অপরদিকে ধর্ষক মো. সোহেল (১৯) এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।