সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানী বিষয়ক আলোচনা সভা

358

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের জেন্ডার সাম্য আচরণ প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে এক অভিভাবক সভা সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মঙ্গল সেন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, জেন্ডার ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে মাল্টিমিডিয়া কনটেন্ট উপস্থাপন করেন ব্রেক থ্রু প্রকল্পের রিসোর্স পারসন রিটন চাকমা।

সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমা, সহকারী শিক্ষক অরভিল দেওয়ান।

সভায় অর্ধ-শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। সভায় কিশোর-কিশোরী এবং ছাত্র-ছাত্রীদের বয়ঃসন্ধিক্ষণের প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ ও যৌন হয়রানী বন্ধে অভিভাবক শিক্ষক যৌথ উদ্যোগ গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়।