রাজস্থলী হাসপাতাল এলাকা হতে অবৈধ কাঠ ভর্তি জিপ জব্দ

106

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুলের নেতৃত্বে রাজস্থলীর শারজা হাসপাতাল এলাকা হতে একজিপ গর্জন গোলকাঠ জব্দ করেন বন বিভাগ। বুধবার (৮ফ্রেবরুয়ারী) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুলের নেতৃত্বে বন্ধ বিভাগের একটি টিম যশোর ক ০৪৭৫ নং কাঠ বুঝায় জিপ গাড়িটি আটক করতে সক্ষম হন।

রেঞ্জ কর্মকর্তার সুত্রে জানা যায় ২৯ টুকরা গোলকাঠে ৮৪ ঘন ফুট কাঠ, এবং মামলা সম্পর্কে রেন্জ কর্মকর্তা নিকট জানতে চাইলে তিনি বলেন মামলা প্রক্রিয়াদীন অবস্থায়।আটককৃত জীপ গাড়িটি।